প্রধান শিক্ষকের বার্তা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীগণ,
বিদ্যালয় শুধু পাঠশালা নয়, এটি একটি স্বপ্নগড়ার কারখানা। তোমাদের প্রত্যেকের হৃদয়ে স্বপ্ন আছে, সম্ভাবনা আছে— সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শিক্ষা কেবল পরীক্ষার খাতা ভরার জন্য নয়, শিক্ষা হলো নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা, পরিবার ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠা।
প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো— ব্যর্থতা তোমাদের শেষ নয়, বরং নতুন করে উঠে দাঁড়ানোর আহ্বান। সততা, অধ্যবসায় আর পরিশ্রমের মাধ্যমে তোমরা যেকোনো বাধা অতিক্রম করতে পারবে। তোমাদের প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টা একদিন বৃহৎ সাফল্যে রূপ নেবে।
আমরা শিক্ষকরা তোমাদের পথপ্রদর্শক মাত্র, কিন্তু যাত্রাপথের সাহস আর আলোকবর্তিকা তোমাদের ভেতরেই আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা সবাই আলোকিত মানুষ হিসেবে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে।
চল সবাই মিলে একসাথে এগিয়ে যাই— জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমকে সম্বল করে।
শুভকামনায়,
জীবন কুমার মন্ডল
প্রধান শিক্ষক
চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়