সভাপতির বার্তা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীগণ,
আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান কেবল একটি বিদ্যালয় নয়— এটি হলো জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার মিলনক্ষেত্র। এখানে আমাদের সন্তানরা শুধু পাঠ্যপুস্তকের অক্ষর শিখছে না, বরং তারা শিখছে মানুষ হতে, স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।
প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো— পৃথিবী জয়ের মূল শক্তি তোমাদের ভেতরেই আছে। সৎ পথে, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তোমরা শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, এই সমাজ ও জাতির ভবিষ্যৎও আলোকিত করবে।
অভিভাবক ও শিক্ষকমণ্ডলী আমাদের এই যাত্রার মূল স্তম্ভ। তাঁদের সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসাই এই প্রতিষ্ঠানের সাফল্যের আসল চাবিকাঠি।
আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে আলোর প্রদীপ হয়ে জাতিকে নেতৃত্ব দেবে, এবং আমাদের এই প্রতিষ্ঠান গর্বিত হবে তাদের অর্জনে।
সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
শুভেচ্ছান্তে,
সভাপতি